আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষে বিশেষ অবদান রাখার জন্য, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এডভোকেট আল মাহমুদ পলাশ কে জননেত্রী শেখ হাসিনা সন্মাননা-২০২০পদক প্রদান করায়, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলার উদ্যোগে, সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার (১৪ অক্টোবর-২০২০) বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয়ে
প্রভাষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক তপন কুমার শীল ও সহ- সভাপতি শেখ আবজাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ এ আর হাবিব,ব্যাংক ও বীমা প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ইমাম হোসেন, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা সহ- সাংগঠনিক সম্পাদক শাহাজান কবীর, পৌর দপ্তর সম্পাদক আবু রায়হান, নির্বাহী সদস্য লুৎফর রহমান টুকু, শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখার প্রভাষক কিংকর মন্ডল, প্রভাষক আবুল খায়ের, প্রভাষক শিবপদ, মাষ্টার রফিকুল ইসলাম, মাষ্টার শামীম হোসেন, মাষ্টার আসাদুল ইসলাম এম এ আওয়াল, আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় এডভোকেট আল মাহমুদ পলাশ করোনা মহামারীতে সকলকে সুস্থ্য থাকতে ও খাদ্যে সয়ংসম্পূর্ণ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র অঙ্গিকার বাস্তবায়নে অনাবাদি জমিতে ফসল চাষাবাদ করতে, দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজন্তীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে বিশ্ব সভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হবে, এটাই জাতির প্রত্যাশা। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই, বলে উল্লেখ করেন।