রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলায় শীতের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য। মিঠেকড়া নরম রোদে নতুন বইয়ের গন্ধে উচ্ছল-মতোয়ারা লাল-সবুজ, নীল, কাপড় পরা শিশু শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
রোববার (১ জানুয়ারি) জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি বিদ্যালয় গিয়ে বই বিতরন করেন প্রধান অতিথি হিসেবে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
এসময় বই বিতরণে হাবিবুর রহমান বলেন, ‘বছরের প্রথম দিন বই বিতরণ, এবং নতুন চকচকে বই কোমল মতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী করে তুলবে। বছরের শুরুর দিন বই বিতরণ বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য সঠিকভাবে গড়ে তুলবে। আর এভাবেই তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
বই বিতরণী অনুষ্ঠানে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, দহগ্রাম আওয়ামী মহিলা লীগের সম্পাদিকা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুনা লায়লা বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন