স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে আড়াইশ’ বোতল ভারতীয় মদের চালানসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মদের চালানটি জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ী এলাকার মঈন উদ্দিনের পুত্র আক্তার হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র বিল্লাল আহমদ (৩২)। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরক সিংহের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দক্ষিণ কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় এসআই হিরক সিংহ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।