আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস সেলিম এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত, কাটিয়া নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত পথসভায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী’র সভাপতিত্বে, উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আব্দুস সেলিম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, অধ্যাপক মনিরুজ্জামান, মোঃ মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন, ১ নং ওয়ার্ড কৃষক লীগের সহ সভাপতি আব্দুল বারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন, মোঃ নূর আলি সরদার, মাহবুবুল কবির বাবু।
জেসমিন আক্তার, শ্রীমতি পল্লবী রানী বৃষ্টি, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য বাবলু হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য, আলমগীর হোসেন প্রমুখ।
জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী, যুব লীগ, কৃষকলীগ, ছাত্র লীগসহ আওয়ামী লীগের সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকগণ।
পথসভায় বক্তারা বলেন এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে পৌরসভার ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর আব্দুস সেলিম কে ডালিম প্রতীকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করুন।