মোঃ আক্তার হোসেনঃ সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নাদিন লালঁখা গ্রামের উত্তরের মাঠে দশগ্রাম বাজারের পাশে অনুষ্ঠিত হয় এই রশিটান খেলা। এসময় হাজার হাজার দর্শক এই রশিটান খেলা উপভোগ করতে হাজির হন লালঁখা গ্রামের উত্তরের মাঠে । সবার প্রত্যাশা প্রতিবছর যেন আয়োজন করা হয় এমন রশিটান খেলা। আয়োজকরা প্রতিবছর এ খেলা আয়োজনে সংশ্লিষ্টদের পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন দর্শক ।
নৌকাবাইচ, ঘোড়দৌড় কিংবা সাপের খেলা। মজার এই খেলাগুলো যেমন এখনও বাঁচিয়ে রেখেছে গ্রামবাংলার ঐতিহ্যকে। তেমনি বিনোদন দিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মানুষগুলোকে। এমনি এক খেলা রশিটান। আয়োজনে আনন্দ দেয়ায় এতটুকু কার্পণ্য নেই এই খেলার প্রতিযোগীদের। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের লালঁখা গ্রামের উত্তরের মাঠে আয়োজন করা হয় এই রশিটান খেলা ।
উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার একটি খাশি দাতা মোঃ মখলিছ আলী, এবং দ্বিতীয় পুরষ্কার একটি এল ইডি টিভি নতুন দাতা ইসহাকুর রহমান।
এ খেলায় লালঁখা গ্রামের জঙ্গুরশাহ দলটি প্রথম পুরষ্কার বিজয়ী হয়েছে। এবং টেলা সামলা আকিলপুর দল দ্বিতীয় পুরষ্কার অর্জন করে।
মোঃ মজম্মীল আলীর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন ৭নং মোগলগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আসন্ন ইউপি নির্বাচনের মেম্বার পদপার্থী মোঃ রফিকুল ইসলাম মামুন, আসন্য ইউপি নির্বাচনের ১নং ওয়ার্ড এর মেম্বার পদপার্থী জইন উদ্দীন, ১নং ওয়ার্ড এর মেম্বার পদপার্থী সামসুদ্দোয়া,বিশীষ্ট ব্যাবসায়ী আঃ রহমান প্রমুখ।