রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে। বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাত।
জানা গেছে,বন্ধের সময় সরকারি নির্দেশনা অনুযায়ী এ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের কলকাতা নিযুক্ত উপহাইকমিশনের ইস্যুকৃত অনাপত্তিপত্র, স্বাস্থ্য বিভাগের দেওয়া করোনা নেগেটিভ সনদপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভা করে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪শে জুলাই -২০২১ পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি স্থলবন্দরের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন, ভারত ও ভুটানের আমদানি রপ্তানিকারক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশন সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল বলেন,২৫ শে জুলাই -২০২১ থেকে স্থলবন্দরের কার্যক্রম আগের মত পুরোপুরি শুরু হবে।