আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মহান শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রোববার (২১ ফেব্রুয়ারি) প্রভাতেই বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহির উদ্দীন মবু’র নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের, কেন্দ্রীয়, ঢাকা বিভাগ উত্তর ও দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা ও নারায়ণগঞ্জ মহানগর এর নেতৃবৃন্দ।