বিশ্বনাথ প্রতিনিধি
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ২৫টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা মন্ডলীর সদস্য নবেন্দু জ্যোতি দে, স্বরদিন্দু চক্রবর্তী, ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব, সাংবাদিব সুজিত দেব, সায়েস্তা মিয়া, আব্দুল কাইয়ুম, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমিত সিংহ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অশোক বৈদ্য, রামপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নারায়ন দেবনাথ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুকান্ত দেবনাথ, দশঘর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান।
এছাড়া বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রীশ্রী শিব ও দুর্গা বাড়ি পূজা কমিটির সভাপতি দিপন দে, সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে উজ্জ্বল, সুরমা বহুমুখী সংঘ পূজা কমিটির সভাপতি বকুল মালাকার, সাধারণ সম্পাদক রনজিৎ মালাকার, একতাযুব সংঘ পূজা কমিটির সভাপতি ভৈরব দাস, সাধারণ সম্পাদক রিপন দাস, শ্রীশ্রী দুর্গা মন্দির (মদনপুর-নোয়ারাই) সূর্যোদয় সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপ্লব দেব, সাধারণ সম্পাদক জ্যোতিষ দাস, মহামায়া সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপিন দেব নাথ, সাধারণ সম্পাদক বিজয় বৈদ্য, ত্রি-নয়নী পূজা কমিটির সভাপতি বিকাশ দত্ত, সাধারণ সম্পাদক অপূর্ব দেবনাথ অপু, সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি টপেশ বৈদ্য, সাধারণ সম্পাদক নিপেশ বৈদ্য, কৃপাখালী পূজা কমিটির সভাপতি রানা সরকার, সাধারণ সম্পাদক চিত্র সরকার, শ্রীশ্রী বৃন্দাবন জিয়র আশ্রম পূজা কমিটির সভাপতি মদন মালাকার, সাধারণ সম্পাদক অকিল চন্দ, চড়চন্ডী পূজা কমিটির সভাপতি ধীরেন্দ্র সরকার লেচু, সাধারণ সম্পাদক নিখিল দাস, পশ্চিমগাঁও পূজা কমিটির সভাপতি সুরঞ্জিত বৈদ্য, সাধারণ সম্পাদক অজিত বৈদ্য, পশ্চিমগাঁও (কাদিপুর) পূজা কমিটির সভাপতি ভ‚ষন কর, সাধারণ সম্পাদক সুমন কর, শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, বিশ্বনাথ সদর পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন দাস, রাধা-গোবিন্দ যুব সংঘ পূজা কমিটির সভাপতি সুব্রত চন্দ্র দে, সাধারণ সম্পাদক নিতেশ দাস, জানাইয়া পূজা কমিটির সভাপতি ডা. মলয় সোম চৌধুরী, সাধারণ সম্পাদক অসিম পাল, বিশ্বরুপ মডেল মন্দির পূজা কমিটির সভাপতি অরুণ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অজয় কান্তি দে, শ্রীশ্রী কালীবাড়ি কালীগঞ্জ পূজা কমিটির সভাপতি সমীরঞ্জন দাস, শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া রাধা-কৃষ্ণ সংঘ পূজা কমিটির সভাপতি নগেশ সরকার, সাধারণ সম্পাদক জুয়েল মালাকার, দশঘর পূজা কমিটির সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারণ সম্পাদক বাবু লাল দাশ, কালাচাঁদ জিউর তলা হরিনাম সংঘ পূজা কমিটির সভাপতি বাবু লাল বৈদ্য, সাধারণ সম্পাদক অজিত লাল চন্দ, লক্ষীময়ী পূজা কমিটির সভাপতি কালাচাঁন বৈদ্য, সাধারণ সম্পাদক সঞ্চিত বৈদ্য, সংগঠক সঞ্জিত বৈদ্য প্রমুখ নেতৃবৃন্দ।