বিশ্বনাথ প্রতিনিধিঃ
জাতীয় পার্টি (জাপা)’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলের পূর্বে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়।
রোববার (১লা জানুয়ারী) বিকেলে নতুন বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
জাতীয় পার্টি নেতা জয়নাল মিয়ার সভাপতিত্বে ও একেএম দুলালের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক হাজী সিতাব আলী। কেক কাটা, আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।