বিশ্বনাথ প্রতিনিধি
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের নির্বাহী সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, সহকারী শিক্ষাকর্মকর্তা সুহেল রানা, নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রিপন মিয়া, সংবাদকর্মী, বিভিন্ন দপ্তরের প্রধান, নতুন ভোটার সহ প্রমুখ উপস্হিত ছিলেন।