রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ সকালে সাহেবডাংগা হতে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামি বাবুর সে ঘনিষ্ঠ বন্ধু :মোঃ আলমগীর হোসেন আব্দুল্লাহ(২৮)
পিতা- মৃত আব্দুল মতিন মাতা -মৃত আছমা বেগম
সাং- রসূলগঞ্জ নিউ পূর্বপাড়া ,থানা -পাটগ্রাম,জেলা -লালমনিরহাট।
আজ তাকে লালমনিরহাট কোর্টে রিমান্ডের আবেদনসহ প্রেরণ করা হয়েছে।
মূল আসামি বাবুকে গ্রেপ্তারে অভিযান চলমান।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক।