মির্জা মাহমুদ রন্টু, নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে অাজ মঙ্গলবার ( ৬ অক্টোবর) সকালে এ এস আই অানিস এ এস আই আলি হোসেন কং মফিজুর, দেলোয়ার, বিকাশ, সরোয়ার, জীবন, সহ নড়াইল ডিবি পুলিশের চৌকস টিম হত্যা সহ ১০টি মামলার জমিন প্রাপ্ত এবং আত্মসমর্পণকারী বর্তমান জি আর ৩৫/২০ মামলার পলাতক আসামি মোঃজাহিদ মীর( ৩৫) পিতাঃ হাবি মীর কে নড়াইল কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খরোলিয়া বাজার থেকে গ্রেফতার করে। উক্ত পলাতক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply