মির্জা মাহামুদ হোসেন রন্টু: নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের শাপলের আঘাতে সালাউদ্দিন মিয়া (৩৫) নামের এক এসআই খুন হয়েছেন। সোমবার দুপুরে লোহাগড়ার উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলায় পুলিশের এসবিতে কর্মরত ছিলেন। জানা গেছে, ছোট ভাই জসিম উদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিস হয়েও দ্বন্দ্ব মেটেনি। ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার দুপুরের দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিম উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাপল দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে তিনি মৃত্যু বরন করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যের দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। এ ঘটনায় এক ভাই গিয়াসকে পুলিশ আটক করলেও মুল অভিযুক্ত ছোট ভাই জসিমউদ্দিন পালতক রয়েছে।