মির্জা মাহমুদ রন্টু নড়াইল : নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অচিন চক্রবর্ত্তি।
এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট ওমর ফারুক, সাবেক সভাপতি শরীফ হুমায়ুন কবীর, হাফিজ খান মিলন প্রমূখ। সভায় উপজেলার মেয়াদ উত্তির্ন সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।