মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলের কালিয়া থানাধীন বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে (৪৭) পিছ ইয়াবাসহ একজন কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৩ টার দিকে মো: আজীম শেখ (২৫) নামে ওই যুকক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: আজীম শেখ (২৫) কে ,নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের,এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নেওয়াজ মোর্শেদ,এ এস আই শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ আসামীকে (৪৭) পিছ ইয়াবাসহ আটক করেন।
আটককৃত আজীম শেখ কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের মো: হেকমত শেখের ছেলে।নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই দৈনিক কালজয়ী কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।