মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : সম্প্রতি সময়ে দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দূপুরে এ পতাকা মিছিলটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবী ও সমাজকর্মীর আয়োজনে মিছিলটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার পুলিশ বক্সে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মোয়াজ্জেম হোসেন মাতুক, খালেদ চৌধুরী, এম মুহিবুর রহমানসহ ১২ টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।