কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ভোরের ডাক ও সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক যুগভেরীর প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক এশিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল সিলেটের প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আধুনিক কাগজের প্রতিনিধি ফখর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ইনকিলাব ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল জলিল, কার্যনির্বাহী সদস্য কালবেলার প্রতিনিধি আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য ও জৈন্তা বার্তার প্রতিনিধি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, সেকেন্ড অফিসার শরীফ আহমেদ প্রমুখ।
এ সময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি উজায়ের আল মাহমুদ আদনান মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হোন নবাগত ওসি উজায়ের আল মাহমুদ আদনান। এর আগে তিনি কানাইঘাট থানায় ইন্সপেক্টর তদন্ত হিসাবে কর্মরত ছিলেন।