নড়াইল প্রতিনিধি: দির্ঘদিন ধরে লিভারে আক্রান্ত হয়ে চরম অসুস্থ্যতায় ভুগছেন নড়াইলের লোহাগড়া বাজারের নবাবপ্লাজা মার্কেটের মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বেডরেষ্টে আছেন। এ খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে অসুস্থ্য সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন সাংবাদিক কাজী আশরাফ। আশরাফ বেসরকারি সেটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন এর নড়াইল প্রতিনিধি ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এসময় কাজী আশরাফের সাথে ছিলেন নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ খায়রুল আলম।
কাজী আশরাফ এর সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে সাইফুল ইসলামের শারীরিক অবস্থার পূর্বের থেকে কিছুটা উন্নতি হয়েছে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।