শেখ সফিকুল ইসলাম সফিক,বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ -বানিয়াচং আঞ্চলিক মহাসড়কে গাছ রোপণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। কর্মস্থলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। পদোন্নতির কারনে বদলীর আদেশ হয়েছে তাঁর। হবিগঞ্জ নিয়ে এ পুলিশ সুপারের স্বপ্ন থেমে নেই। মঙ্গলবার ৬ জুলাই সকাল ১১ টায় বানিয়াচং হবিগঞ্জ সড়কের কালাডুবা এলাকা হতে শুটকি ব্রীজ পর্যন্ত ফাঁকা স্থানে আড়াইশত বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এতে কৃষ্ণচুড়া, রেইনটি কড়ই, কাঞ্চন, চাম্বল ও সুপারি গাছ রয়েছে।
চারা রোপন শেষে পুলিশ সুপার, কুরশা খাগাউড়া প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী অফিস ও ব্যারাক উদ্ধোধন করেন এবং কুরশা এলাকায় ছোট ছাত্র ছাত্রীর মাঝে পড়ালেখার বই বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ,বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান,আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও ইউপি চেয়ারম্যান শাহ আরেফিন সেলিম ও জয় কুমার দাসহ আরো অনেকে।