ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার ২৬ মার্চ সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’র শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে শুরু করা হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এবং পরে বিদ্যালয়’র কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়’র গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আ’লীগের সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মুহাম্মদ শাহনুর হোসাইন,
অধ্যক্ষ এ,কে,এম সিফত আলীর সভাপতিত্বে ইংরেজী শিক্ষক মো: মাসুক মিয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও গভর্নিংবডির অভিভাবক সদস্য সামছুল হক মোল্লা।
এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: রাশেল মিয়া, প্রভাষক শাহিন আলম, আবু জাফর মো: হাবিব, জুনেদ আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, সহ শিক্ষক নোয়াব আলী, মাসুম তালুকদার, গৌতুম চন্দ্র সাহা, কামাল মিয়া, হোসাইন আহমদ, শংকর চন্দ্র পাল, কলছুমা জান্নাত পপি, কামরুন নাহার পলি, লাইব্রেরিয়ান রুজিনা বেগম, অফিস সহকারী নরোত্তম নাথ প্রমুখ।