মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:-
সামান্য বৃষ্টিতেই ময়লা পানিতে সয়লাব হয়ে পড়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের ভেতরের রাস্তাটি। প্রায় চলাচলের অযোগ্য হয়েই পড়ে৷ দীর্ঘদিন বৃষ্টি না থাকার পরেও সামান্য বৃষ্টি বা দুপাশের বাড়ীর ট্যাংক এর পানিতেই অনেক সময় রাস্তার পানি জমাট সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানান পানি নিষ্কাশনে সমস্যা রয়েছে বলে এমন অবস্থার সৃষ্টি হয় বার বার৷ দু পাশের বাড়ীগুলোর ট্যাংক এর পানি রাস্তায় পড়ে কিন্তু এটি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই চারপাশের বাড়ি থেকে ময়লা পানি রাস্তারে উপরে জমাট বাধে৷ পানি জমাটের কারনে বাড়ী হতে বের হতে পারেন না অনেকেই। অনেক সময় হাঁটুপানি মাড়িয়ে বাধ্য হয়েই চলাচল করতে হয়। এটি দ্রুত সংস্কার না করা হলে আসন্ন বর্ষায় আরো খারাপ অবস্থার সৃষ্টি হবে। দ্রুতসময়ের মধ্যে সংস্কার করে ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল আলম(আলম-রেজা) জানান বিষয়টি জানা ছিলো না৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷