সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকে: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় করলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী গনি।
আজ ( ১০ মার্চ) রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গমরা গোল গ্রামের নিজ বাড়ীতে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুরব্বী সোলেমান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সব শ্রেনি পেশার মানুষের আত্মার আত্নীয় আলহাজ্ব আরশ আলী গনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বাদশা মিয়া,সুলতান মেম্বার,ওমর ফারুক মেম্বার, আব্দুল মুতালিব,আব্দুল হান্নান, খোয়াজ আলী,মাওলানা ইসহাক আলী,ইরন মিয়া,হুশিয়ার আলী,মজর আলী,আব্দুল কুদ্দুস, আব্দুন নুর,কবির মিয়া,সকত আলী,আব্দুল করীম,ফারুক মিয়া,লালা মিয়া,মাসুক মিয়া,সমরু মিয়া,মৌরশ আলী,লিয়াকত মিয়া,তাহির আলী,জামাল মিয়া,আপ্তাব আলী,সিরাজ মিয়া,সফিক মিয়া,আসদ আলী,রাজা মিয়া, সুহেল আহমদ,দুলাল মিয়া,আব্দুল কদ্দুছ ও গ্রামের সর্বস্তরের মুরব্বীয়ান যুবকবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা জামাল আহমদ।
আলহাজ্ব আরশ আলী গনি গ্রামের সকল মুরব্বিয়ান ও যুবসমাজের কাছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করেন।