রুহুল আমীন তালুকদার সিলেটঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিগলবাক হাজী আকদ্দছ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২০-২০২১ ও ২০২২ সালে উত্তীর্ণ এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার বেলা ১২টায় উপজেলার শেওলা ইউনিয়নের শাহজালাল বাজার সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ’সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার দিগলবাক গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস শহীদের সভাপতিত্বে এবং শেওলা ঢেউনগর গ্রামের এক কালের জমিদার দীলিপ কুমার দাসের ছেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দীপন দাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য ও ইউ/কে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে দুই দুইবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য, শিক্ষানুরাগী নজরুল ইসলাম টুনু, শেলিয়া বাজারস্হ সিদ্দিকা ফার্মেসীর স্বত্তাধিকারী ডাক্তার আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান, অভিভাবক প্রতিনিধি আব্দুল মালিক এ’সময় উপস্হিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক সাহেদ আহম্মদ, সহকারি শিক্ষক শংষ্কর দাস, সোহেল রানা, তানজিনা ইয়াসমিন, ফাহিমা বেগম ও নাদিরা বেগম। এছাড়া বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সহ রাজনৈতিক ও সামাজিক নেত্রিবৃন্দরা উপস্হিত ছিলেন। উল্লেখ্য, দিগলবাক হাজী আকদ্দছ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাদাতা চেয়ারম্যান বিয়ানীবাজারের এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান শিক্ষানুরাগী মোহাম্মদ নোমান উদ্দীন চৌধুরী (লন্ডন প্রবাসী)’র উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রতিবার কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করে থাকেন। মোহাম্মদ নোমান উদ্দীন চৌধুরী উপজেলার দিগলবাক গ্রামের হাজী আকদ্দছ আলী চৌধুরীর ছেলে তিনি।