ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার আওতাধীন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ জুন বিকাল ২টায় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ছাত্র সংসদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি মাওলানা জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজীদ আহমদ’র পরিচালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে বায়েজীদ আহমদকে সভাপতি, আল-আমীন আহমদ সুমনকে সাধারণ সম্পাদক ও কামরান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাইদ খাঁন সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,নুরুল ইসলাম , প্রচার সম্পাদক মাহবুবুর রহমান , সহ-প্রচার সম্পাদক সুলতান আহমদ, নাজমুল হক, অর্থ সম্পাদক মারজান মোঃ রুহি , অফিস সম্পাদক রুমান আহমদ , সহ অফিস সম্পাদক মাহফুজুর রহমান জাবের, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল করিম , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কাদির হুসাইন, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজাক্কির আহমদ, আবু বকর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাইদ সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমীন,আহসান হাবীব, ইমরান আহমদ।
নির্বাহি সদস্য- আফজাল হোসাইন,নজরুল ইসলাম, নাইম উদ্দিন, খালেদ আহমদ, বুরহান, শামছুল হুদা।