শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজের সঠিক ঘটে যাওয়া বিষয় তুলে ধরলে জাতি অনেক উপকৃত হয়। সাদাকে সাদা কালোকে কালো বলাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
উনি বলেন, সংবাদপত্রের কাছে সমাজের অনেক দায়-দায়িত্ব সাংবাদিকের লিখনীর ধারা তুলে ধরতে হবে। রোববার (৩০ মে) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের বাসভবনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাতকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিক পেশা হচ্ছে সম্মানি পেশা। আপনি যে কোন পেশায় যান সেটা আপনার ইচ্ছা। যখন যে পেশায় যাবেন আপনার দায়িত্ব হচ্ছে সেটার মর্যাদা ধরে রাখা। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের কাছে মানুষের প্রত্যাশা হলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করা। সেই সাথে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করবেন আমি প্রত্যাশা করি ।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্তাকিন বিশ্বাস ও শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন রায়হান উদ্দিন সুমন, শেখ সফিকুল ইসলাম সফিক, আব্দুুল মালেক, শাহরিয়ার বিলাস প্রমুখ।