প্রতিনিধিঃ মোঃ আব্দুল কাইয়ুম(বিশ্বনাথ,সিলেট)
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন আবু বক্কর সিদ্দিকী কয়েছ।
মতবিনিময় সভায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টিকে সু-সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন মতামত পোষন করেন বক্তারা।
এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরেন।
আবু বক্কর সিদ্দিকী কয়েছ বলেন, অতীতে যেভাবে দলের সুখে-দুঃখে নেতা কর্মীদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকব। দলীয় কোন্দল ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাই।
২৯ শে নভেম্বর বুধবার বিকেলে বিশ্বনাথ নতুন বাজার কার্যালয়ে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকীকয়েছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক এস এম রফিক আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এম এ রব, জাপা নেতা আফজাল আলী তালুকদার, জাপা নেতা রহমত আলী ভরসা , শফিক মিয়া, কোয়াজ আলী আলতাবুর রহমান, আমির আলী, মানিক মিয়া, নিজাম আহমেদ, সাদেক আলী , বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রাজু, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ন আহবায়ক রাজন আহমেদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক শাজাহান আহমেদ ময়ূর, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আহমেদ মনির খান, জাপা নেতা সামির আলী, রুহুল মিয়া, দিদার আহমেদ, সুভাষচন্দ্র দাস মানিক মিয়া, জাপা নেতা সুহেল তালুলদার সহ প্রমুখ।