বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত এ এ ট্রাষ্টের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চী ইউনিয়নের পাকিছির গ্রামে গরীব সম্বলহীন শীতার্তদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৫ জানুয়ারী বিকেল ৩ ঘটিকার সময় (বাদ জুম্মা) ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী লোকমান উদ্দিনের গ্রামের বাড়িতে ২৩০ জন এলাকার গরীব সম্বলহীন শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টী জসিম উদ্দিন, আশিকানে মোস্তফা (সা:) পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম, ট্রাষ্টী জাবের আহমদ, ফেরদৌস মিয়া, তানজিল উদ্দিন, তৌছিফ উদ্দিন, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম, প্রবাস বাংলা ইউকে চ্যানেলের প্রতিনিধি কবির আহমদ, ও গ্রামের গন্যমান্য মুরব্বিয়ানগণ ।
আলোচনাপূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল করিম।