বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা : পরিচ্ছন্ন রাজনীতির জন্য মননশীল সবাই হয়না। কিছু কিছু মানুষ মেধার বিকাশ ঘটিয়ে পরিচ্ছন্ন রাজনীতি উজ্জ্বল সম্ভবনার পথে এগিয়ে যায়। তেমনটি লক্ষণীয় হচ্ছে বলে প্রতিয়ান সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধুয়া প্রগতিশীল সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদের বেলায়।
তার মেধার বহিঃপ্রকাশ ইতিমধ্যে তার বন্ধু-বান্ধবের কথা থেকে উঠে আসছে এভাবে।
নিঃসন্দেহে…. সময়ের সেরা অর্জন ও আগামীর বিপ্লব বলে আখ্যায়িত করা হয় তাকে।
গত তিন-চার দিন আগে আমরা আমাদের পত্রিকার অফিসিয়াল ফেইসবুক আইডিতে হঠাৎ একটি লেখনি দেখি, অত্যন্ত সাবলীল ও পরিমার্জিত ভাষার লেখনিতে কৌতুহল জাগলে তাহার লেখাটি পুরোপুরি পড়ার পর তাহার ফেইসবুক আইডিতে ঢুকলাম। তাহার
অনেক লেখনি গুলো পড়ার পর মনে হলো- ‘আলহামদুলিল্লাহ’ছেলেটা নিঃসন্দেহে বর্তমান তারুণ্যের সেরা অর্জনে এগিয়ে যাচ্ছে।
পরিমার্জিত ভাষায় প্রতিটি লেখনীর সৌন্দর্য অটুট।
যার ব্যক্তিত্বে রয়েছে অদম্য সাহস, দেশের প্রতি সীমাহীন ভালোবাসা। ধর্মের প্রতি হৃদয়ের টান ও দুঃখী মানুষের তরে তার ভালোবাসার গভীরতা…। রয়েছে ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা -সাহিত্য বিষয়ে পূর্ণতামূলক চর্চা ও সাংগঠনিক সাফল্যতা।আশা করি তাহার ব্যক্তি জীবন প্রত্যশ্যামূলক পূর্ণতায় ভরে উঠবে।
পাঠকদের সুবিধার্তে তাহার ফেইসবুক আইডির লিংকটি তুলে ধরা হলো । https://www.facebook.com/gias.ahmed.10420321