এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৪ ই আগস্ট সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবজাগরণ সমাজসেবী সংগঠনের আয়োজনে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সোমবার দুপুর ১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ সমাজসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা বিনিয়মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থী। উপহারস্বরূপ অংশ গ্রহণকারীদের মাঝে ২৫ জনকে ১ টি করে ফলোজি গাছ এবং বিজয়ী প্রথম ও দ্বিতীয় ১০ জনকে ডাইরি, কলম ও গাছ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, নবজাগরণ সমাজসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হিরো।
নবজাগরণ সমাজসেবী সংগঠনের সহ- সভাপতি শামীমা ডাক্তার, সোহানুর রহমান পোদ্দার, ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক শিমুল পোদ্দার, তানভীর রহমান রাজু, জাইদুর খন্দকার, মেহেদী হাসান, নুরনবী মিয়া, প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফ, সদস্য সচিব দিদারুর ইসলাম আশিক , উপ- সমাজসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সদস্য মাহফুজুর রহমান দরদ, তানিয়া খাতুন, শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।