এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বাদল মিয়া(২৮)নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
১১ জানুয়ারী সোমবার দুপুরে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়ের নেতৃত্বে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ফকিরপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ । আটকৃত মাদক ব্যবসায়ী বাড়ি ফকির পাড়া গ্রামে। সে মৃত জোবেদ আলীর ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।