নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ৬নং তুলারামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের রুপকার বিশিষ্ট সমাজ সেবক মো:মিজানুর রহমান( মিজান) নৌকা মার্কা প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী।
গতকাল ১৭/০৩/২০২১ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মবার্ষীকি । এ উপলক্ষে নড়াইল জেলা আওয়ামীলীগ এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য মো: মিজানুর রহমান মিজান তার এলাকার নেতা কর্মিদের নিয়ে তার প্রক্রিয়াধীন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজে একত্রিত হন। সেখানেই তার সাথে কথা হয় এই প্রতিবেদকের । মো: মিজানুর রহমান মিজান বলেন ,আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলারামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রত্যাশী।আমার পরিবার ১৯৬৭ সাল থেকে আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারে আওয়ামীগের রাজনীতির বাইরে কেউ নেই। আমি জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি এবং জননেত্রি বঙ্গবন্ধু কন্যা মানণীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার প্রত্যেকটি নির্দেশ পালনের জন্য সর্বদা চেষ্টা করি । তারুন্যের আইকন আমাদের সাংসদ মাশরাফি বিন মোর্ওজা নিরলষ ভাবে নড়াইলের মানুষের ভাগ্যউন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তার সাথে কাজ করাটা সৌভাগ্যের।তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যদি নৌকা প্রতীক পাই তাহলে এলাকার উন্নয়নের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এর পরেই পাচঁশতাধীক লোকের বিশাল বহর নিয়ে নড়াইলের সমাবেশে যোগদান করেন।