মোঃ আব্দুল কাইয়ুম (বিশ্বনাথ)
বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চি ইউনিয়নের ফুটবলারদের সংগঠন খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৫শে আগস্ট শুক্রবার রাত ৮ ঘটিকায় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ হলরুমে প্রবীন ফুটবলার আব্দুল হকের সঞ্চালনায় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মইন উদ্দিন।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নবীন-প্রবীন ফুটবলার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পুনরায় এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন মোঃ হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ হাবিব আহমদ।সিনিয়র সহ-সভাপতি এস এম রফিক আহমদ, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।
নতুন কমিটি সফলতা কামনা করে চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গণি বলেন, আমি খেলা প্রেমী মানুষ, সব সময় খেলাধুলার পাশে আছি পাশেই থাকব,খাজাঞ্চি ইউনিয়নের খেলাধুলা ও ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত ও এগিয়ে নিয়ে যেতে আমি এবং আমার পরিষদ স্বর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি ইউনিয়নের ক্রীড়া প্রেমী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খাজাঞ্চির ক্রীড়াঙ্গনে অতীতের মত সবসময় অবদান রাখার আহবান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার রইসুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমেদ, ৯নংওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন, ৪নং ওয়ার্ডের মেম্বার পংকজ বিহারি দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশিক খান ছখা, সাজ্জাদূর রহমান, শাহ সিদ্দিকুর রহমান, লায়েছ আহমদ, তুরণ মিয়া,বাদশা মিয়া,শওকত মিয়া, আপ্তাব আলী,দিলোয়ার মিয়া,লিয়াকত আলী, ফজলু মিয়া, ফারুক মিয়া, লালা মিয়া, আব্দুল হক, আব্দুল কালাম, শানুর আলী, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম মাসুক, রুহুল আমীন, জলাল মিয়া সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অন্যান্যরা।নতুন দায়িত্বশীলদের নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।