এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কারও হাঁটুর ব্যথা আবার কেউ চোখে সামান্য কম দেখেন; যদিও তারা সবাই প্রতিবন্ধীর কাতারে। শারীরিকভাবে সক্ষম হলেও প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে কুড়িগ্রামের উলিপুরে চলছে হরিলুট। আর এর পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র।
অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক আর সমাজসেবা কর্মকর্তাসহ বেশ কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে চলছে নয়ছয়। বয়স্ক ভাতা চেয়ে আবেদন করা হলেও দেয়া হয় প্রতিবন্ধী ভাতা। আবার সেই টাকার অর্ধেক তুলে দিতে হয় চক্রের হাতে। আর দীর্ঘদিন ধর্ণা দিয়েও সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত প্রতিবন্ধীরা।
তবে দায় অস্বীকার করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। এ বিষয়ে কিছু জানা নেই বলেও দাবি তাদের
আর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান দায় চাপালেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপর।
অনিয়ম রয়েছে বয়স্ক ভাতা নিয়েও। জেলার নাগেশ্বরীতে বয়স বাড়িয়ে অনেকেই তুলছেন ভাতা। সেখানেও ভাতাভোগীদের অভিযোগ, জনপ্রতিনিধিরাই নির্ধারণ করেছেন বয়স।