এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ –কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে পড়ে মমির উদ্দীন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে হাতিয়া ইউনিয়নের কুমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমির উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর শ্যামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে মমির উদ্দীন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হেঁটে ইউনিয়নের কুমরপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ঝড়ে রাস্তার পাশে থাকা ইউক্লিপটাস গাছ উপড়ে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো. মাঈদুল ইসলাম জানান, স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রাস্তায় তার মৃত্যু হয়েছে।