আব্দুল হালিম,বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃ আজ ৪ঠা মে ২০২১ইং ২১ রামাদ্বান ১৪৪২ হিঃ (মঙ্গলবার) দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদরাসার কনফারেন্স হলে দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা,সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা প্রবীন শিক্ষক,ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর স্নেহভাজন খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুশ শাকুর দূর্লভপুরী হুজুর রহঃ এর ৮ম বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ সুপার হযরত মাওলানা আজিজুর রহমান ধনপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন। এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী, অত্র মাদরার সুপার মাওলানা সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল গফুর, ছিদ্দেক আলি,লালু মিয়া,জাহাঙ্গীর আলম,আক্তার হুসেন, দূর্লভপুরী হুজুর রহঃ এর দৌহিত্র মোঃ আব্দুল হালিম, মোঃ বায়েজিদ আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন আশিকানে মুস্তফা সাঃ পরিষদের অফিস সম্পাদক মোঃ আব্দুল ফাত্তাহ নোমান সহ অফিস সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুল মতিন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বকর, সদস মুহিব, হাঃ সজ্জাদ মিয়া,আল ইসলাহ ১নং লামাকজি ৮নং ওয়ার্ড সম্পাদক মোঃ রায়হান,মারজান রুহি
আফজাল,রুহুল প্রমুখ।