সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের গরীব, অসহায়, এতীম, অনাথ ও দুঃস্থজনকে ঈদ আনন্দে শামিল করতে মানব সেবাই উত্তম সেবা স্লোগানধারী খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন ও মানবতার কল্যানে আমরা আপনাদের পাশে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের সহযোগিতায় নিম্নবিত্ত ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ ১১মে ২০২১ রোজ মঙ্গলবার বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুর পীরবাড়িতে ফাউন্ডেশনের উপদেষ্টা হাঃ মোঃ ইয়াহইয়ার বাড়িতে দুপুর বারোটায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর সার্বিক ব্যবস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বাবুল এহসান জুনিয়র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা কবির আহমদ বুলবুল। অত্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহফুজ আল মাদানী, সৎপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর, আবুল বশর, চমক আলী, ফজর আলী, রশিদ আহমদ, মুহাম্মদ আলী সহ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম রব্বানী সাঈম।
সবশেষে অতিথিগণ নিম্নবিত্ত ও অসহায়দের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।