মো: আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ০১ নং লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর গ্রামে আজ (২৯ সেপ্টেম্বর) বেলা ৩ ঘঠিকার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে পড়ার শব্দ পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।
এঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের প্রতিনিধি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুর পরিবার ও স্হানীয়দের বক্তব্য থেকে এটি একটি দুর্ঘটনা হিসেবে অবগত হন।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুজ্জামান ঘটনাস্থলে এসে শোকাহত পরিবারকে শান্তনা ও গভির সমবেদনা জানান।
উল্লেখ্য যে, নবজাতকের নাম হাবিবা জান্নাত তাছনিয়া। সে প্রায় তিনমাস যাবৎ মায়ের সাথে তাঁর নানা বাড়ি বিশ্বনাথের দূর্লভপুরে অবস্থান করছিল।
তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কামার খাল গ্রামে। সে কাওছার আহমদের ১ম কন্যা সন্তান ছিল।