বার্তা বিভাগ: মানুষ মানুষের জন্য, মানুষের সেবায় সমাজের সেবায় আত্মনিয়োগ করা যুক্তরাজ্যস্থ ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রধান পৃষ্টপোষক, ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এন আহমদ সেলিমের ১ম পুত্র সালেহ আহমদ সাকিবের আজ ৭ম শুভ জন্মদিন। তার জন্মদিনে এশিয়ান এক্সপ্রেস ২৪ ডট কম পরিবারের পক্ষথেকে গভীর ভালবাসা, তার সুন্দর, সুস্থ জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু আমাদের কামনা।
সালেহ আহমদ সাকিবের নামে তার পিতা স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাসরত এন আহমদ সেলিম ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট’ প্রতিষ্ঠা করেন জনসেবার উদ্দেশ্যে। যার মাধ্যমে দেশে অবস্থানরত গরীব অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত প্রসারিত করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ট্রাষ্টের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ত্রাণ বিতরণ, সেলাই মেশিন, ঈদ সামগ্রী, বিবাহ সহযোগীতা, ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল প্রদান সহ ইত্যাদি বিতরণে বিশ্বনাথ উপজেলায় ট্রাষ্টের সুনাম আজ মুখে মুখে। গরীব মেহনতী মানুষের ভালবাসায় সিক্ত ট্রাষ্টের প্রতিষ্ঠাতা এন আহমদ সেলিমের ১ম সন্তান সাকিবের জন্য আজ হৃদয় থেকে এ কামনা আপনাদের আগামী আরো উজ্জ্বল হোক।
Leave a Reply