মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ-‘ইয়াং গ্লোবাল লিডার’ স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তুজাকে অভিনন্দন জানিয়ে রাজধানী ঢাকায় আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকেল ৫টাযর দিকে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ নড়াইলবাসীর ব্যানারে আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রাজীব মজুমদার রাজু, তারিকুল ইসলাম উজ্জ্বল, এস এম পলাশ, সাবেক ছাত্রনেতা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চঞ্চল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা আমিনুল ইসলাম, ব্যবসায়ী নাহিদ হোসেন, মো. জাহিদ, ঢাকা কলেজের ছাত্র আরমান সর্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিলাসহ ঢাকাস্হ বিভিন্ন পেশার নড়াইলবাসী।
উল্লেখ্য, গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠান ইয়াং গ্লোবাল লিডারস ফোরাম ২০২১ সালের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৪০ বছরের কম বয়সী আলোকিত ১১২ তরুণের নাম প্রকাশ করে। যে তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা।