বিনোদন ডেস্কঃ ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের নতুন সংগীতশিল্পী মামুন জাহান। গানটির নাম “বায়না”। গানের সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশের স্বনামধন্য কম্পোজার আনিম খান।
এর কথা,সুর ও গানটির ভিডিও পরিচালনা করেছেন মিটুল দেওয়ান। নতুন প্রজন্মের সংগীতকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তাঁর। এরই মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন সংগীত কারক হিসেবে। ভালোবাসা দিবসে “বায়না” গানটি রিলিজ হওয়ার জন্য গানটির মিউজিক ভিডিও করা হয়েছে।
” DAWAN MUSIC” ইউটিউব চ্যানেলে চলতি মাসেই গানচিত্রটি প্রকাশ হবে। গান প্রিয় মানুষ মিটুল দেওয়ান বলেন, সত্যিকারের গীতিকার ও সুরকার হওয়ার স্বপ্ন নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে বেশ ভিন্নধর্মী একটি কাজ হয়েছে এটি । গানটি প্রসঙ্গে শিল্পী মামুন জাহান বলেন, এটি বেশ ভিন্ন আদলের একটি গান। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।