সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথের দেওকলস ফুরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ আশিক আলী (রহঃ) স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।
আাজ (২৩শে ফেব্রুয়ারী) উপজেলার দেওকলস ফুরকানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে খতমে কোরআান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম আলহাজ আশিক আলী (রহঃ) এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলী ওরফে এনাম চৌধুরী, এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব মসহুদ আহমদ, প্রবীণ মুরব্বি আলহাজ্ব মুখলিছুর রহমান দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মুহিবুর রহমান, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন, সিরাজ আহমেদ, মইন উদ্দিন,সুহেল মিয়া, কাওসার আহমেদ, সাইফুর রহমান, হাফিজ মাহমুদুর রাহমান, আবিদুর রহমান, জিয়াউল হক,রাফসান আহমেদ প্রমূখ।
দোয়া পূর্ববর্তী মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।মরহুমের জীবনীতে বার বার যে কথাটি আসে তা হলো;তিনি এবং তার পরিবার দেওকলস ফুরকানীয়া হাফিজিয়া মাদ্রাসার একজন অভিভাবক হিসেবে মাদ্রাসায় সকল প্রকার সহযোগীতা ছিল উল্লেকযোগ্য। একজন আল্লাহ ওয়ালা মানুষ হিসেবেও তিনি ছিলেন সর্বদা মানবসেবায় নিয়োজিত। উক্ত মাদরাসার প্রতিষ্টাতা পরিবারের সদস্য হাজী খলিলুর রহমান -হাজী খালিছুর রহমান -মোহাম্মদ ফজলুর রহমান – মুহতামিম হাফিজ মুহিবুর রহমান -মোহাম্মদ লুৎফুর রহমান সহ তাদের সকলের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেন আলোচক বৃন্দ। দেশ বিদেশে অবস্থানরত সকল পরিবারের সুস্থতা কামনা ও পরপারের সকল আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য : মরহুম আলহাজ আশিক আলী (রহঃ) গত ২৪ জানুয়ারি আমেরিকা একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।