এইচ এম বাবুল,জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
১০ জানুয়ারি সোমবার রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা)নর্থ জোনের উদ্যোগে ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
সোমবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রংপুর ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন (রকা)নর্থ জোনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক হাজার একশত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবূজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান , বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীগণ।