মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাজা ও ৫০পিস ইয়াবা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, ৮জুন দিনবগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া শেখপাড়ার মাহফুজার জোয়াদ্দার ওরফে পাগলকে (৫০) ৩ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য ১লাখ ২০হাজার টাকা।
এছাড়া একই উপজেলার জয়পুর গ্রাম হতে আলম সরদারের ছেলে মতিয়ার সরদারকে(২৭) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ইয়াবার আনুমানিক মুল্য ১৫হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নড়াইল ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা বলেন, ‘ নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’