আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ নর্দমায় পড়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিতে গিয়ে, বিদ্যুতস্পৃষ্ট হয়ে পথ এক পথশিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে?
জানা গেছে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে কক্সবাজার সাগর পাড়ের সুগন্ধা পয়েন্টের, হোটেল আলফা সংলগ্ন কলাতলী প্রধান সড়কের উক্ত স্থানে উন্নয়ন কাজ চলতে থাকায়, সড়কের ধারে টেলিফোন ও বৈদ্যুতিক তারসহ সবকিছু গত কয়েকদিন এলোমেলে অবস্থায় রয়েছে।
শুক্রবার বিকালের দিকে কোনো এক পর্যটকের স্ত্রীর হাত থেকে একটি মোবাইলটি অসাবধানতাবশত নর্দমায় পড়ে যায়। পর্যটকরা মোবাইলটি নর্দমা থেকে উদ্ধার করতে ওই স্থানে থাকা পথশিশু লালু (১০)কে বখশিশ দেওয়ার প্রলোভন দেখিয়ে নালায় নামিয়ে দেয়। নর্দমায় নামার সঙ্গে সঙ্গেই পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়!
কক্সবাজার সদর মডেল থানার এসআই মোহাম্মদ দস্তগীর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। নর্দমা থেকে নিহত পথশিশুর লাশ উদ্ধার করা হয়। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।