বার্তা বিভাগঃ
ইংরেজি নতুন বছরের (২০২৩) শুরুতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতা এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের কৃতিসন্তান, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইউনিয়ন বাসীসহ দেশে বিদেশে অবস্থানরত সবাইকে নতুন বছরের এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের সকল গ্লানি মুছে নতুন বছর যেন শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সবার জীবনে। ভাতৃত্ববোধ ও সম্প্রীতির মেলবন্ধনে সমাজ হোক শান্তিময়। আওয়ামীলীগের নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সাধারণ জনগণের জীবন মানের উন্নতি সাধিত যেন হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।