বার্তা বিভাগঃ– সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়ন সহ দেশ বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- এশিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম’র পৃষ্টপোষকবৃন্দ। বার্তা বিভাগে পাঠানো এক বার্তায় যুক্তরাজ্যের ডরসেটের স্থায়ী বাসিন্দা ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস এম এস মিডিয়া লিঃ এর চেয়াম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের প্রধান পৃষ্টপোষক, সমাজসেবক আহমদ সেলিম। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, তারণ্যের অগ্রদ্রুত গোলাম শাহ জামাল বাবলু। সৌদিআরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক আহমদ। যুক্তরাজ্য প্রবাসী তরুণ শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম শাহ নেওয়াজ শিবলু সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়ন সহ দেশবাসীকে ২০২১ সালের প্রথম প্রহরে হৃদয়জ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন; অতীত বছরের সকল প্রাপ্তি, অপ্রাপ্তি, ঘাত-প্রতিঘাত, ক্লান্তি, বেদনা, মহামারী কে পেছনে ফেলে আমরা সম্মিলিত ভাবে নতুন বছরে শুভ প্রাপ্তির আনন্দে উদ্ভাসিত হয়ে ভুলে যাব সকল গ্লানী। আগামী দিনগুলো যেন আল্লাহ পাক সবার জীবনে সুখের দিন, আনন্দের দিন, প্রাপ্তির ভরপুরতায় ভরে দেন এই কামনা সৃষ্টিকর্তার কাছে কায়মনবাক্যে করি আমরা। বিশ্বজুড়ে মহামারী করোনার তান্ডব চলছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল, আমরা প্রতিনিয়ত স্বজনহারা হচ্ছি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মহামারী থেকে বাঁচিয়ে রাখেন। দেশের স্বার্থে নিজের স্বার্থে সবাই যেন স্বাস্থ্য বিধি মেনে চলি এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। আসুন সবাই মিলে নতুন এক বিশ্ব গড়ি।