আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (৯ মে) বিকাল ৫ টার সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরীকে তুজুলপুর গাছের পাঠশালার আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
তুজুলপুর গাছের পাঠশালার প্রতিষ্টাতা সাংবাদিক ইয়ারব হোসেন এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাতক্ষীরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার,তুজুলপুর কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্র নাথ ঘোষ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো’র স্টাফ গণের পক্ষ থেকে, আজহারুল ইসলাম সাদী, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, শাহিনুর রহমান, সজিব মন্ডল, নয়ন মন্ডল, মাদুস রানা মিঠু প্রমুখ।
এসময় গাছের পাঠশালার পক্ষ থেকে প্রধান অতিথি দেবাশীষ চৌধুরী কে উপহার হিসেবে গাছ তুলে দেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্র নাথ ঘোষ, বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষকে ফুলের গাছ তুলে দেন সাংবাদিক আজহারুল ইসলাম সাদী।