কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিদেশী মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৮৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার নতুন বালুচক গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে হোসেন আহমদ (২১) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চানপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. নূর হোসেন (২৭)। পরে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮ টার ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জের বনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।