কোম্পানীগঞ্জ প্রতিনিধি :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের কুখ্যাত ডাকাত দুলাল মিয়া (২৯) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার উত্তর রাজনগর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪ টা ১০ মিনিটে উপজেলার ঢালার পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনিক বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুলাল মিয়াকে বিকালে আদালতে প্রেরণ হয়েছে।
এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ডাকাত দুলাল মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে ডাকাতির সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও ২ টি দ্রুত বিচার মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে।
Leave a Reply