সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রমাণীত দুর্নীতিবাজ অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইন নিজের দূর্নীতি ঢাকতে মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র এবং উন্নয়ন বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার প্রতিবাদে ও নিঃশর্ত পদত্যাগের দাবীতে এক শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (০৮ মার্চ) এলাকাবাসী ও মাদ্রাসার দাতা,প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দ্যোগে এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাজী বাদশা মিয়া।
অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে অনন্যানের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার,শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী,হাজী মনু মিয়া, হাজী নৌশা মিয়া,আকলিছ হোসেন,জবেদ মিয়া,ধন মিয়া,আছকির মিয়া,লাল মিয়া,আমীর উদ্দীন মেম্বার,মোজাহিদ আলী,শরীফ আহমদ রাজু, শাহ রফিকুল ইসলাম রাসেল।
বক্তারা অনতি বিলম্বে আবু তাহির মোহাম্মদ হোসাইন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক ৮৪৪, মাদ্রাসার উন্নয়ন বিরোধী দরখাস্ত প্রত্যাহার,এডহক কমিটি গঠনের লক্ষ্যে বিধি মোতাবেক সাধারণ সভা আহবান করা, বিগত কুড়ি বছরের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব এলাকাবাসীর সামনে উপস্থাপন করা সহ অবিলম্বে অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনের নিঃশর্ত পদত্যাগ দাবী করেন।